পাবনার ভাঙ্গুড়ায় মাঠে মহিষ চড়াতে যাওয়ার সময় ভিমরুলের কামড়ে রঞ্জু আহমেদ (৪০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গুমাণি নদীর ঘাটে এ ঘটনা ঘটে। আহত রঞ্জু একই ইউনিয়নের কৈডাঙ্গা চড়পাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে।
জানা গেছে, সকালে রঞ্জু তার চারটি মহিষ চড়ানোর জন্য মাঠে যাচ্ছিলেন। সাড়ে আটটার দিকে কৈডাঙ্গা গুমাণি নদী পার হওয়ার সময় ভিমরুল চাক থেকে উড়ে গিয়ে রঞ্জুকে আক্রমণ করে। এ সময় রঞ্জুর মাথা, হাতে, পেটে ও পিঠে ভিমরুল কামড় দেয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরামুন্নাহার শেলী বলেন, রঞ্জুর শরীরে ১০টি ভিমরুল হুল বসানোর চিহ্ন পাওয়া গেছে। তাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।