বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, নৌকা হচ্ছে স্বধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক সমৃদ্ধির প্রতীক, আওয়ামীলীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন দেশে উন্নয়ন হয়, এদেশের মানুষ উন্নয়নের পক্ষে তাই তারা নৌকায় আওয়ামীলীগকে ভোট দিয়ে নির্বাচিত করে।
নৌকায় ভোট দিলে মানুষ কখনো প্রতারিত হয়না। নৌকা এদেশের মানুষকে স্বাধীন ও সর্বোভৌম দেশ উপহার দিয়েছেন। নৌকার কাঙ্গারী শেখ হাসিনা নেতৃত্বে বহিবিশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি দেশের একটি শক্তি শালি অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছেন। গতকাল বুধবার বিকালে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহার সভাপতিত্ব আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলামের সার্বিক আয়োজনে এবং দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল এর পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুক এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়া, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, চাটমোহর উপজেরা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি প্রমূখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেরা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাইরুর ইসলাম নাসিম, দেবোত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিএম ইব্রাহীম খলিল, সাধারন সম্পাদক সুমন প্রমূক।