সাবেক এমএলএ মরহুম আবু মোঃ ইউনুস আলী এমপি’র কবর জিয়ারত করেছেন পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।
মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের দক্ষিণ সারুটিয়া মহল্লার মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এর আগে তিনি মরহুমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় পাবনা ডিআরবি’র চেয়ারম্যান আনিছুজ্জামান দোলন, ভাঙ্গুড়া বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, সাবেক পৌর মেয়র আব্দুর রহমান প্রধান, মহিলা ডিগ্রী কলেজের (অবঃ) অধ্যক্ষ আঃ জলিল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও প্রেসক্লাবের সি:সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।