1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় মাসুদ খন্দকারকে ফুলের শুভেচ্ছা: সভায় পুলিশি বাধার অভিযোগ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩২৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা বিএনপি’র ঈদ পুনর্মিলনী ও দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভা পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে।

গতকাল শুক্রবার উপজেলার শরৎনগর বাজারে ঘটনাটি ঘটে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাসুদ খন্দকার।

জানা যায়,বিকালে মাসুদ খন্দকার ভাঙ্গুড়ায় পৌঁছালে কয়েকশ নেতা কর্মী তাকে স্বাগত জানান। তিনি কর্মীদের সাথে দলীয় কার্যালয়ের দিকে এগুতে থাকলে পুলিশ বাধা দেয়। তখন তারা মাসুদ খন্দকারের ভাঙ্গুড়াস্থ বাড়ির আঙ্গিনায় জমায়েত হন। সেখানে দলে দলে নেতা-কর্মীরা হাজির হন এবং প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান । পরে দলীয় কর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাতেও বাধার সৃষ্টি করে।

মাসুদ খন্দকার জানান, নেতাকর্মীরা তার সাথে সৌজন্য সাক্ষাত করার সময়ও পুলিশ বাধা দেয়। তিনি অভিযোগের সুরে বলেন শেখ হাসিনার সরকারের এটাই গণতন্ত্রের মডেল। তিনি আরও বলেন,”আমি কেবল বিএনপির নেতাই নই,একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি। তারপরও আমাকে স্বাধীন ভাবে কথা বলতে দেওয়া হয়নি। পুলিশ জনগনের স্বার্থ রক্ষা না করে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। এজন্য একদিন তাদের আপসোস করতে হবে।

পুলিশের দাবি, অনুষ্ঠানের জন্য পূর্বে কোন ধরণের অনুমতি নেওয়া হয়নি। তবে আয়োজকের দাবি, জেলা পুলিশের লিখিত অনুমতি নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিএনপির একাধিক নেতা জানান,শুক্রবার বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে শরৎনগর বাজারের সানবার্ড কিন্ডার গার্টেনে দলীয় নেতাকর্মীদের সাথে মাসুদ খন্দকারের সৌজন্য স্বাক্ষাতের আয়োজন করা হলেও ভাঙ্গুড়া থানা পুলিশ সেখানে বাধা প্রদান করেন। পরবর্তীতে বাসভবনের অনুষ্ঠানেও পুলিশী বাধার কারণে বাধ্য হয়েই সংক্ষিপ্ত পরিসরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, জেলা ছাত্রদল পাবনা শাখা’র সভাপতি আমিনুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডঃ মজিবর রহমান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুর মুজাহিদ স্বপন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুল মতিন রাজু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া পৌর বিএনপি’র আহব্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক রাজিউল হাসান বাবু।

জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডঃ মাসুদ খন্দকার অভিযোগ করে বলেন, আমি বিএনপি করি বলে আমাকে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। আমি আমার নিজ বাড়িতেও অনুষ্ঠান করতে পারি না। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং সবার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে জনগনের পাশে থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।

ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, বিএনপি’র একাধিক গ্রুপের কোন্দল থাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে সে কারণে পুলিশ আসপাশে মোতায়েন ছিল। তাদের অনুষ্ঠানে কোন ধরণের বাধা প্রদান করা হয়নি।

এ বিষয়ে মাসুদ খন্দকার বলেন,পুলিশ নিরপেক্ষ নয় বলেই এমন কথা বলেছে। কারণ উপজেলা বিএনপি নেতৃত্বের সকল অংশ একত্রিত হয়ে তাকে স্বাগত জানিয়েছেন এবং অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host