বিশেষ প্রতিবেদক: জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী ও শিশু কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে আগামী ১৮ অক্টোবর তার জন্ম দিনে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে “ শেখ রাসেল পদক ২০২২” প্রদান করার জন্য অনলাইনে আবেদন আহবান করা হয়েছে। অনুর্ধ ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর বা প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ উদ্দীপনা যোগানো ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে পদকের জন্য আবেদন করতে পারবে।
www.sheikhrussel.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন দাখিলের সময়সীমা ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত। প্রাতিষ্ঠানিক আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে আবেদন করতে হবে।
পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান উপজেলার আগ্রহী শিশু-কিশোর ও প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরনের জন্য আহবান জানিয়েছেন।