পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র আহবায়কের সার্বিক সহযোগিতায় তার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাঙ্গুড়া পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক রাজিউল হাসান বাবু।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক প্রভাষক জাফর ইকবাল হিরোক, জাকির হোসেন, আবু হেনা মোস্তফা কামাল, পৌর বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম টিটু, যুব দলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, পৌর কৃষক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির, সাবেক আহবায়ক আখিরুজ্জামান মাছুম, সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম, বর্তমান আহবায়ক হুমায়ন আহমেদ মুন ও কলেজ শাখা’র সদস্য সচিব নিহাম অভি ডাবলু প্রমুখসহ বিএনপি’র সকল অঙ্গ-সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মওলানা আশরাফুল ইসলাম।