ঢাকা অফিস :
পাবনা-৩ এলাকার (ভাঙ্গুড়া,ফরিদপুর,চাটমোহর)সংসদ সদস্য আলহাজ মো: মকবুল হোসেনের সহধর্মীনি আলহাজ নুর জাহান বেগম রেখা’র অপারেশনের পর দুপুর দু’টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। রোববার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎকদের তত্তাবধানে তার কিডনির পাথর সরানোর জন্য অস্ত্রোপচার শুরু হয়।
বিকাল তিনটায় এ রিপোর্ট লেখার সময় জানাগেছে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে জ্ঞান না ফেরা পর্যন্ত তিনি চিকিৎসকের নিবির পর্যক্ষেণে থাকবেন বলে জানা গেছে।
এদিকে আজ রোববার সংসদ সদস্যের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা নুর জাহান বেগমের রোগমুক্তি কামনা ও তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। সেই সঙ্গে পরিবারের পক্ষ থেকে তার শুভাকাঙ্খী ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য,নুর জাহান বেগম ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এবং যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিলের মাতা।