ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ শনিবার বিকালে ১শ পিচ ইয়াবাসহ দু’ব্যক্তিকে আটক করেছে। এরা হলো ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সাবেক মেম্বর জয়রামপুর গ্রামের জহুরুল ইসলাম এবং চাটমোহর উপজেলার ভাগলপুর গ্রামের আব্দুর রহমান।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন জানান এসআই মোদাচ্ছের আলী খান ও এএসআই কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর গ্রামের মনসুর আলীর ইউক্লিপটাস বাগানে ইয়াবা বিক্রির সময় তাদের হাতে নাতে গ্রেফতার করেন। এ সময় জহুরুল ইসলামের নিকট থেকে ৬০ পিচ এবং আব্দুর রহমানের নিকট থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।