উলাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার বিকেলে উলাপাড়ার উপজেলার সদর ইউনিয়নের বাখুয়া গ্রামে বিদ্যুৎ স্পর্শে রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উলাপাড়া পৌরসভার শ্রীকোলা মহলার আবুল কালামের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় রবিউল পার্শ্ববর্তী বাখুয়া গ্রামে তার আত্মীয় খালাতো ভাই সবুজ ইসলামের বাড়িতে ভাতিজার সুন্নুতে খাতনা অনুষ্ঠানে গিয়ে সেই বাড়ির একটি বৈদ্যুতিক স্যান্ড ফ্যানের স্পর্শে মারা যান। জানা গেছে ওই ফ্যানের সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে ছিল। উলাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।