স্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অটোভ্যানচালক জালাল উদ্দিনের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মানবিক সংগঠন ‘মানবিক ভাঙ্গুড়া’। সংগঠনটি গত সোমবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত জালাল উদ্দিনকে ১ বস্তা চাল, ৩ কেজি ডাল, ৫ লিটার তেল, ৩ কেজি আলু ও ১ কেস ডিম প্রদান করেন।
এসময় মানবিক ভাঙ্গুড়া‘র সভাপতি মোঃ মেহেদী হাসান মামুন, সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান বাধন, সহ সভাপতি রাজিবুল ইসলাম সাদ্দাম, সহ সভাপতি ইব্রাহিম হোসেন ইমরান, সাধারণ সম্পাদক সজল আহমেদ পাভেল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, অর্থ সম্পাদক সালমান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, ত্রান সম্পাদক সাব্বির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক পান্না আহমেদ, কার্যকরী সদস্য এনামুল হক রিদয় ও সুমন আহমেদসহ সকল কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন। খাদ্য প্রদানকালে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনটি।
সাধারণ সম্পাদক সজল আহমেদ পাভেল বলেন, সভাপতির নির্দেশনায় আমি সার্বক্ষণিক অসহায় পরিবারটির খোজখবর নিচ্ছি। ‘মানবিক ভাঙ্গুড়া’ সবসময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত শক্রবার(০৪ সেপ্টেম্বর)রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে পৌর সভার ৪ নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া বাদপাড়া মহল্লার মৃত মহির মাঝির ছেলে অটোভ্যানচালক জালাল উদ্দিনের দুটি বসতঘরসহ তার একমাত্র উপার্জনের ব্যাটারী চালিত অটোভ্যান গাড়িটিও পুড়ে যায়।