অনলাইন ডেস্ক/
মহামারি করোনাভাইরাসের ধাক্কা সামলানোর মধ্যেই চীনের গুয়াংডং প্রদেশে মানবদেহে শনাক্ত হয়েছে এইচ৫এন৬ বার্ড ফ্লু ভাইরাস। প্রদেশটির হুইঝো শহরে এ ভাইরাস শনাক্ত হয়েছে বলে গত শনিবার জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জানা যায়, গত সপ্তাহে ৪১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়। হাসপাতালে নেওয়ার পর সুস্থ হয়ে উঠেন। ওই ব্যক্তির শরীরে বার্ড ফ্লুর ‘এইচটেনএনথ্রি’ ধরন শনাক্ত হয়েছে। এটি মানুষ থেকে মানুষে ছড়ানোর ব্যাপারটি খুব সহজ নয় বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
বার্ড ফ্লুর বিভিন্ন ধরন থাকলেও মুরগির খামার বা অন্য কোনো স্থানে কাজ করছেন এমন কারও ব্যক্তির শরীরে শনাক্তের খবর পাওয়া যায়নি। বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাখিদের এক ধরনের জ্বর। এর জন্য দায়ী ‘এইচফাইভএনএইট’ ভাইরাস। জলজ পাখিদের মধ্যে এই ভাইরাসের উৎপত্তি হয়। এটি খামারে বা অন্য পশুপখিদের মধ্যে ছড়াতে পারে।