ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অটোভ্যানচালক জালাল উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। ক্ষতিগ্রস্ত জালালের পরিবারকে মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে তিন হাজার টাকা এবং পৌরসভার তহবিল থেকে ১০ হাজার টাকা প্রদান করেছেন। এ সময় ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক উপস্থিত ছিলেন।
জালাল উদ্দিন বলেন,অনেকেই এসেছিল দেখতে কিন্তু কেউই সাহায্যের হাত বাড়ায়নি। পৌর মেয়র রাসেল ভাই আমার ভ্যান ও বাড়ি মেরামতের জন্য ১৩ হাজার টাকা দিয়েছেন।
ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন,আগুনে জালালের যে ক্ষতি হয়েছে,তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমি সামান্য সাহায্য নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।
উল্লেখ্য, গত শক্রবার(০৪ সেপ্টেম্বর)রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে পৌর সভার ৪ নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া বাদপাড়া মহল্লার মৃত মহির মাঝির ছেলে অটোভ্যানচালক জালাল উদ্দিনের দুটি বসতঘরসহ তার একমাত্র উপার্জনের ব্যাটারী চালিত অটোভ্যানগাড়িটিও পুড়ে যায়।