অনলাইন ডেস্ক
মালির মধ্যাঞ্চলে বাসে জঙ্গি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। স্থানীয় বানকাসের মেয়র মৌলায়ে গুইন্দো এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার দেশটির মোপতি প্রদেশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
গুইন্দো বলেন, অস্ত্রধারী লোকজন প্রথমে গাড়িতে গুলি করে টায়ার অকার্যকর করে দেয়। তারপর হত্যাকাণ্ড চালায়।
যাত্রীবোঝাই বাসটি মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘো থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল। সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসটির চালককে হত্যা করে; এরপর যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্রথম পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে।
মালিতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট উভয়েরই তৎপরতা আছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। সূত্র : রয়টার্স ও গার্ডিয়ান।