ভ্রাম্যমান রিপোর্টার : ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে আট লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর সভার ঝিনাইগাড়ী কলকতি মন্ডল মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটকের পর মদের বোতল বহনকারী সিএনজি চালককে থানায় নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
আটককৃতরা হলো- পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৮) ও মৃত আকবার আলীর ছেলে মাসুম মিয়া (৩৪),নগরবায় গ্রামের হাজি মোসলেম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪২), মাদলা গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে গোলাম মোস্তফা(৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোদাচ্ছের, এএসআই সাজেদুর ও মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযানের সময় একটি সিএনজি তল্লাশি চালিয়ে আট লিটার মদ উদ্ধার করে চালকসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,সিএনজি চালক আটককৃত ব্যক্তিদের সাথে সম্পৃক্ত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং চারজনের ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে,মামলা নং ৫। তাদের সোমবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।