ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ(সিসিডিবি)এর ভাঙ্গুড়া ইউনিট আজ সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার করোনা ও বন্যা উপদ্রুত দু:স্থ নারীদের মাঝে ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এ সময় সিসিডিবি’র প্রোগ্রাম ম্যানেজার মায়া দাস, পাবনা’র এরিয়া ম্যানেজার ডা: নাঈমা ইসলাম ও ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার মায়া দাস জানান, সিসিডিবি’র এক’শ ৪৬ জন প্রতিবন্ধী ও স্বল্প আয়ের দরিদ্র নারী সদস্যদের প্রত্যেককে ১০ কেজি চাল,২কেজি ডাল,১লিটার সয়াবিন তেল,১কেজি লবন,মাস্ক ও একটি করে সাবান প্রদান করা হয়।