উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ শনিবার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামে ‘শেখ রাসেল স্মৃতি সংসদ’ উদ্বোধন করা হয়। উল্লাপাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম খোকন ফিতা কেটে এ স্মৃতি সংসদের উদ্বোধন করেন। সড়াতৈল গ্রামবাসী এই স্মৃতি সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নয়া এই সংসদের সভাপতি বাবুল আক্তার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তালুকদার ভুলু, সাবেক সহকারী শিক্ষক আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা প্রমুখ।