ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি \ পাবনার ভাঙ্গুড়ায় আগুনে একটি বসতবাড়ি পুড়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শক্রবার(০৪ সেপ্টেম্বর)রাত ১০টার দিকে পৌর সভার ৪ নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া বাদপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জালাল ওই মহল্লার মৃত মহির মাঝির ছেলে ও পেশায় একজন ভ্যানচালক।
ক্ষতি গ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে হঠাৎ করে জালাল উদ্দিনের বাড়িতে আগুন লেগে মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ক্ষতি গ্রস্থ পরিবারের লোকজন কোন মোত জীবন নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এলাকাবাসি আগুন নিয়ন্তণ করার চেষ্টা করে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থালে এসে প্রায় ঘণ্টা ব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঐ বাড়ির ঘর পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে চাটমোহর ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে যান উপজেলা ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মোঃ নাজমুল হক।