ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মাসকলাইয়ের জমিতে কৃষকের দেয়া কীটনাশক কেরে নিল শতাধিক ঘুঘু পাখির প্রাণ। ঘটনাটি ঘটেছে শনিবার ভাঙ্গুড়া পৌরসভার জগতলা মহল্লায়। অভিযুক্ত কৃষক ওই মহল্লার রমজান আলী ও বাবলু মিয়া। এ ঘটনায় স্থানিয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসির জানায়, রমজান ও বাবলু জমিতে গত সপ্তাহে মাসকলাইয়ের বীজ রপন করেন। গত শক্রবার রাতের আধারে ওই দুই কৃষক তাদের মাসকলাইয়ের জমিতে কীটনাশক ছিটান। শনিবার সকাল থেকেই কীটনাশক খেয়ে ঘুঘুসহ নানা প্রজাতির প্রায় শতাধিক পাখি মারা যায়।
জমির মালিক বাবলু ও রমজান বলেন, পাখিরা জমিতে কীটপতঙ্গ খেতে আসে। এতে জমির বীজ নষ্ট হয তাই জমিতে বিষ প্রয়োগ করেছি ।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তোফাজ্জল হোসেন বলেন, কীটনাশক দিয়ে পশু পাখি হত্যা করা, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিরোধী। বিষয়টি খোঁজখবর নিযয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।