ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় তীব্র গরমে স্ট্রোক করে সবুজ আহম্মেদ নামে এক ব্যাপারির প্রায় সাড়ে ৩ মণ ওজনের একটি গরু মারা গেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে পৌর সদরে শরৎনগর বাজার পশুর হাটে এ গরুটির মৃত্যু হয়। সবুজ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার সাকুয়াদিঘী গ্রামের বাসিন্দা।
ব্যাপারি সবুজ আহম্মেদ বলেন,সকালে তিনি ও তার ছোট ভাই মনি গরু কিনতে আসেন শরৎনগর হাটে। সারাদিন হাটে ঘুরে তারা ৮টি গরু ক্রয় করেন। দুপুরে ওই গরুটি ভালো ছিল। কিন্তু বিকালে হঠাৎ করে গরুটি দাপাদাপি করছে। দুই চোখের মণি উল্টে গেছে। অল্প সময়ের মধ্যেই গরুটি ধপাস করে মাটিতে পড়ে যায়। তিনি বলেন,গরুটি অসুস্থ হলে হাটে কোনো ডাক্তারকে পাইনি। তবে ৪২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন তিনি।
হাটে কর্তব্যরত পশু চিকিৎসক মোঃ রঞ্জু আহম্মেদ বলেন,গরুটি অসুস্থ হওয়ার বিষয়ে হাট কমিটি এবং গরুর ব্যাপারি তাকে কিছুই জানায়নি। তবে তার দাবি,তীব্র গরমে স্ট্রোক করে গরুটি মারা গেছে।