উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার সন্ধ্যে সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হরিণচড়া গ্রামের পাশে একটি মোটর সাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ইমরান হোসেন(১৫) নামের এক এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। হাসান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পাইকোশা গ্রামের আলাউদ্দিনের ছেলে। পুলিশ দূর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী প্রধান জানান,মোটর সাইকেল সিরাজগঞ্জ রোডের দিকে এবং প্রাইভেট কারটি নাটোরের দিকে যাচ্ছিল। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।