ডেস্ক//
শান্তিতে নোবেলজয়ী ২৪ বছর বয়সী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। গত মঙ্গলবার রাতে ব্রিটেনের বার্মিংহামে তিনি তার সঙ্গী আসার মালিককে ইসলামিক রীতিতে বিয়ে করেন। আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। এক টুইট বার্তায় মালালা নিজেই তার বিয়ের খবর দেন এবং দিনটিকে তার জীবনের একটি মূল্যবান দিন বলে উল্লেখ করেন।
টুইটারে বর আসার মালিকের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে মালালা লিখেছেন, ‘আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। আসার এবং আমি আজীবনের গাঁটছড়া বেঁধেছি। পরিবারের সদস্যদের সঙ্গে স্বল্পপরিসরে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই।’
২০১২ সালে তালেবানের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ব্রিটেনের
ওয়েস্ট মিডল্যান্ডসে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। মালালা ইউসুফজাই পাকিস্তানের তালেবান নিয়ন্ত্রিত একটি অঞ্চলে মেয়েদের শিক্ষার পক্ষে তার সাহসী ভূমিকার কারণে প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন। তালেবান জঙ্গীরা ২০১২ সালে মালালাকে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালানোর পর এ ঘটনা বিশ্বজোড়া তার পরিচিতি এনে দেয়। হামলা থেকে সেরে ওঠার পর মালালা মেয়েদের শিক্ষার পক্ষে তার প্রচারণা অব্যাহত রাখেন।
২০১৪ সালে ১৭ বছর বয়সে মালালা সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ২০১৭ সালে জাতিসংঘ তাকে শান্তির দূত হিসেবে নিয়োগ করে। মালালার নামে জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক দিবস রয়েছে। ২০১৩ সালের ১২ জুলাই তার ১৬তম জন্মদিনে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ।