ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে । মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুরবাজারে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।
খবর পেয়ে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায় , অন্যদিনের মতো ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ২ টার দিকে খবরপান তাঁদের দোকানে আগুন লেগেছে। বাজারের হীরার মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তার আগেই আগুনে একটি খৈল- ভুষি ও সার বীজের গোডাউন, একটি মুদি দোকান, একটি ইলেকট্রিক দোকান ও একটি ওষুধের দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল মাহমুদ আকন্দ বলেন, আগুনে তাঁর খৈল- ভূষিমাল ও সার বীজের গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে তিনি এখন পথে বসে গেছেন।
আরেক দোকান মালিক হীরা আকন্দ বলেন, রাতে আগুন লেগে তাঁর মুদি দোকানের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সার্জেন্ট আকাশ আহমেদজানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।