আন্তর্জাতিক ডেস্ক/
জাপানের রাজকুমারী মাকো ভালোবেসে বিয়ে করেছেন প্রেমিক কেই কুমোরোকে। যদিও গতকাল বিয়ের পর মাকোকে আর রাজকুমারী সম্বোধন করা হবে না। খবরগুলোতেও বলা হয়েছে ‘সাবেক রাজকুমারী’। হ্যাঁ, ভালোবাসার মানুষকে বিয়ে করতেই মাকোকে রাজপ্রসাদ ছাড়তে হয়েছেন। খুশি মনে ছেড়েছেনও।
তাদের বিয়ের ঘোষণা দেওয়া ছিল আগেই, গতকাল ছিল শুধু আনুষ্ঠানিকতা। চলতি সপ্তাহেই রাজকুমারী হিসেবে মাকো তার শেষ জন্মদিন পালন করেন। এর পর থেকে তিনি একজন সাধারণ নাগরিক।
খবরে বলা হয়, স্থানীয় সময় ১০টার দিকে বিয়ের রেজিস্ট্রি করা হয়। বিয়ের পর নবদম্পতি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে মাকো জানান, ‘অপরিবর্তনীয়’ স্বামীর সঙ্গে সুখী একটি জীবন গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এমনকি স্বামী কেই কোমুরোকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ‘অসত্য’ খবর প্রকাশের কারণে তিনি খুবই দুঃখ, মানসিক চাপ ও ভীতিতে ভুগেছেন বলেও জানান মাকো।
তিনি আরও বলেন, ‘আমাদের বিয়ের বিষয়ে অনেকের অনেক মতামত রয়েছে। তবে আমাদের কারণে কারও কষ্ট বা সমস্যা হয়ে থাকলে আমি খুবই দুঃখিত।’