দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় পাবনার ভাঙ্গুড়ায় সোনালী ব্যাংকের বিশেষ (সিএসআর) কার্যক্রমের আওতায় ৪০জন হতদরিদ্র, কর্মহীন পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া সোনালী ব্যাংকের ম্যানেজার এ কে এম আবুল বাশার, সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি ও উপজেলা উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।