শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান জোলাপাড়া গ্রামে পানিতে ডুবে এক নারী মৃগী রোগীর মৃত্যু হয়েছে। তার নাম শাহনাজ খাতুন(৪২)। তিনি ওই গ্রামের আবু সাইদের স্ত্রী।
স্থানীয়রা জানান,শনিবার সকালে শাহনাজ খাতুন তার চার মাসের শিশুসন্তানের কাপড়-চোপড় ধুতে পিছনের পুকুরে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুপুরে ওই পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তারা আরো জানান ওই নারী একজন মৃগী রোগী ছিলেন।
ভাঙ্গুড়া থানার (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।