পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় সরকার কর্তৃক দুস্থদের জন্য বরাদ্দ করোনাকালিন ত্রান ১০ কেজি করে চাউল পেলেন ১হাজার পরিবার।
মঙ্গলবার (১০আগস্ট) পৌরসভা চত্বরে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে এ চাউল বিতরণ করা হয়। সকালে পৌরসভা কার্যালয় চত্বরে এ চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
পৌরসভা সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক করোনা কালিন দুস্থদের খাদ্য সহায়তায় সারা দেশে চলমান কর্মসূচীর আওতায় ভাঙ্গুড়া পৌরসভার ১হাজার দুস্থ পরিবারের সদস্যদের ১০মে.টন চাঊল বরাদ্দ আসে। বরাদ্দ পাওয়া চাউল পৌর সদরের ৯টি ওয়ার্ডের ওই সব পরিবারকে নির্বারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বরাত আলী, পৌরসভার সচিব শ্রী উত্তম কুমার, যুবনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিঊল ইসলাম, কাউন্সিলর ও সাংবাদিক বৃন্দ।