আগামীকাল ৭ আগষ্ট ভাঙ্গুড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে কোভিড-১৯ এর গণটিকা দেয়ার জন্য ১৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ টিকা কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে রয়েছে- খানমরিচ ইউনিয়নের (পাঁচটি ইউপির সাবেক ১,২ ও ৩ নং ওয়ার্ড) করতকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপুর সিকেবি মাদ্রাসা, দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া দাখিল মাদ্রাসা, বড় পাটুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় বিশাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গদাই রুপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া উচ্চ বিদ্যালয়, রাঙ্গালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মন্ডতোষ (সাবেক ভাঙ্গুড়া ইউনিয়ন) গজারমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মন্ডতোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। এসব ইউনিয়নের তিন হাজার মানুষকে গণটিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে ২৫ বৎসর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম এক ঘন্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড (যারা ইতিমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে।