বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বৃক্ষরোপণ করা হয়। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় ভাঙ্গুড়ায় নব নির্মিত থানা কমপ্লেক্সের ভিতর আঙ্গিনায় অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান ও তার সহকর্মীরা গাছের চারা রোপণ করেন।
এ সময় অতিথি হিসাবে ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বাদ যোহর থানা কমপ্লেক্স মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ কামালসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।