ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার(৩ আগষ্ট) সন্ধ্যায় থানায় একটি মামলা রুজু হয়েছে। গৃহবধুর স্বামী দুখু মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মেন্দা গ্রামে।
জানা গেছে,গত ৭ জুলাই দুপুর আড়াইটার দিকে প্রতিবেশি সিরাজুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে যায়। গৃহস্বামী তখন বাড়িতে ছিল না। এ সুযোগে রিলিফের কার্ড দেওয়ার কথা বলে সে গৃহবধুর কাছে ভোটার আইডি কার্ড চায়। গৃহবধু কার্ডটি দেওয়ার জন্য ঘরে ঢুকলে সিরাজুলও তার পিছু পিছু যায় এবং তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে বাড়ির পাশের কয়েকজন মহিলা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
ওই গৃহবধুর স্বামী গ্রামের প্রধানদের নিকট বিচার দেন কিন্তু সিরাজুল প্রভাব খাটিয়ে বিচার সালিশ কোনোটাই হতে দেয়নি। ফলে লোকজনের কাছে অনেক দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত উপায় না দেখে বিলম্বে থানায় মামলা দায়ের করেন।
ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন,এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।