পাবনার সুজানগরে কোভিড ১৯ করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধকল্পে ও শিশুদের জন্ম নিবন্ধন রেজিস্টার করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে আলোচনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর সভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী’র সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব গণ উপস্থিত ছিলেন।
বক্তরা দ্রুত ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া এবং করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জন্ম নিবন্ধন রেজিস্টার করার লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।