পাবনার ভাঙ্গুড়ায় গ্যাস ট্যাবলেট সেবন করে শেফালী খাতুন (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।
শুক্রবার (৩০জুলাই) গভীর রাতে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী খাতুন ওই গ্রামের মৃত কালাম মোল্লার স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শেফালী খাতুন তার ছেলে ও ছেলের স্ত্রীরসহ একই পরিবারে সাথে বসবাস করত। কিন্তু মাঝে মধ্যে পুত্র বধূর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হত না। তাই প্রায়ই পারিবারিক কলহের সৃষ্টি হত। সেই সূত্র ধরেই শুক্রবার পরিবারের পুত্রবধূর সাথে কথা কাটাকাটি হয় শেফালী খাতনের। এরপর গভীর রাতে সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে সে । খবর পেয়ে ভাঙ্গুড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।