কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে কঠোর লকডাউনে সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার অপরাধে কনের বাবার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় কঠোর লকডাউনে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান নিশ্চিত করাসহ অযথা ঘোরাফেরা বন্ধে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে। এরপরও কঠোর নজরদারির মধ্যে মানুষজন লকডাউন উপেক্ষা করে গোপনে সামাজিক কর্মকান্ডসহ বিয়ের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করে মেয়ের বিয়ে সম্পন্ন করেন এক অভিভাবক।
এরপর বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করে দিনব্যাপী জনসমাগম করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে কনের বাবা আব্দুর রশিদের ৫ হাজার টাকা জরিমান করেন।