পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিনা চিকিৎসায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম তোফাজ্জল হোসেন (৬৫) । তিনি উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের মৃত দুখা প্রামানিকের ছেলে। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মঙ্গলবার(২৭ জুলাই) নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
জানা গেছে,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলেও জীবিত অবস্থায় দীর্ঘদিন তার ভাতা বন্ধ করে রাখা হয়। ফলে দু:খ-কষ্ট আর দারিদ্রতার মধ্যে তার সংসার চলছিল। ক্যান্সারে আক্রান্ত হয়ে পাঁচমাস তিনি ভুগেছেন কিন্তু চিকিৎসার জন্য কোনো অনুদানও পাননি।
তোফাজ্ঝল হোসেনের স্ত্রী জাহানারা খাতুন বলেন, আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি ২০০৫ সালের ২২ নভেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বেসামরিক গেজেট ভুক্ত একজন মুক্তিযোদ্ধা। অথচ ২০১৮ সাল থেকে তার সম্মানি ভাতা বন্ধ রাখায় তিনি খুব কষ্ট নিয়ে মারা গেলেন। চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তাও তাকে দেওয়া হয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোকছেদুর রহমান বলেন, জামুকার (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) সুপারিশ ছাড়া গেজেটভুক্ত হওয়ায় ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন মোতাবেক মন্ত্রণালয়ে তার আবেদন না মুঞ্জুর হয়। এ কারণে তখন থেকেই তার ভাতা বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই মুক্তিযোদ্ধার মরদেহকে গার্ড অব-অনার দেওয়া হয়েছে। তবে অনেকপুর্ব থেকে তার ভাতা বন্ধ থাকায় সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।।