ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ।
এরপর ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ বনানী কবরস্থানে ১৫ আগস্টে সকল শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যু দণ্ডাদেশ দ্রুত কার্যকারী করার আহ্বান জানান ডেপুটি স্পিকার ও চিফ হুইপ।