ভাঙ্গুড়া প্রতিনিধি:- পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কোভিট -১৯ এর বিস্তার রোধ কল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ কঠোর ভাবে বাস্তবায়নে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বাকিবিল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) কাওছার হাবীব, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ধর্ম বিষয়ক কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, ভাঙ্গুডা বাজার বণিক সমিতির সভাপতি অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,শরৎনগর বাজার বণিক সমিতির সভাপতি হাজী মোঃ ফজলুর রহমান, ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ও উপজেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় করোনা সংক্রমণ রোধে মানুষ যাতে বিনা প্রয়োজনে ঘরের বাহির না হন এবং মাস্ক বিহিন অবস্থায় কেউ যেন চলাচল না করে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাসহ গুরুস্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া ঈদ পরবর্তী উপজেলার দর্শনীয় স্থানগুলোতে জনসমাগম ও দর্শনার্থীদের ভিড় ঠেকাতে পুলিশের ভুমিকার প্রশংসা করা হয়।