পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য রেলের কয়েকটি ভূমি পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা।
মঙ্গলবার (২০ জুলাই) বিকালে উপজেলার শরৎনগর রেল স্টেশনের নিকটবর্তী কৈডাঙ্গা রেল সেতু সংলগ্ন রেলের দুটি জায়গা তিনি সরেজমিন প্রত্যক্ষ করেন।
এ সময় পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামন, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান ও ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকন তার সঙ্গে উপস্থিত ছিলেন।
রেলসচিব স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে রেলের একটি আশ্রয়নপ্রকল্প নির্মাণের জন্য তিনি সুবিধাজনক জায়গা খুঁজছেন বলে জানা যায়।
ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সচিব মহোদয় ভাঙ্গুড়া উপজেলায় রেল সম্পত্তির কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো ব্রিফিং করেননি বলেও তিনি জানান।