পাবনার ভাঙ্গুড়ায় অনলাইনে বিক্রি হওয়া কোরবানির গরু নেত্রকোনায় পৌঁছে দিতে গিয়ে রাকিব হোসেন (৩০) নামে এক যুবক ডাকাতের হাতে নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ৩টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাকিব পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাঁছবেতুয়ান গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছোট ভাই রাজিব হোসেন জানান, তার ভাই স্থানীয় গরু ব্যবসায়ী হুমায়ুনের অনলাইনে বিক্রি করা কোরবানির দুটি ষাঁড় নেত্রকোনা পৌঁছে দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পিকআপ ভ্যানের চালক আব্দুল মমিন। পথে নরসিংদীর শিবপুর পৌঁছালে তাঁরা ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতেরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে পিকআপ ভান ও গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রাণে বেঁচে যান চালক আব্দুল মমিন। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে দুই সন্তানদের ভবিষৎ।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত রাকিবের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লুট হওয়া গরু ও পিকআপ ভ্যানটি উদ্ধার করতে পারলেও ডাকাতদলের সদস্যদের কাউকে আটক করতে পারেনি।