ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শিশু বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে আকর্ষণীয় সব খেলার সামগ্রী। অনেকেই এটাকে মিনি শিশু পার্ক বলেন। করোনায় প্রায় দেড় বছর স্কুল বন্ধ থাকায় শিশুরাও বিদ্যালয়ে আসেনা। তারপরও বাচ্চাদের হাত ধোয়ার জন্য প্রস্তুত করা হয়েছে টাইলস বিছানো ঘর। বিনোদনের জন্য বসানো হয়েছে দোলনা,ল্যাডার,জিগজ্যাগ,সি-শো,¯øীপার প্রভৃতি। আধুনিক শিক্ষার জন্য এখানে রয়েছে একটি ডিজিটাল ল্যাব।
দীর্ঘদিন বন্ধ থাকলেও স্কুল আঙ্গিনা পরিচর্যার যেন ত্রæটি নেই। প্রতি রবিবার সাপ্তাহিক মিটিং ছাড়াও প্রধান শিক্ষকের বিশেষ তত্তাবধানে স্কুলের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। স্কুল অঙ্গন নানা রঙের ফুল গাছের টব দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। করোনাকালিন সময়ে পরিচ্ছন্ন স্কুল হিসাবে এটি সবার দৃষ্টি কেড়েছে।
প্রধান শিক্ষক হাবিবা খন্দকার বলেন,শিক্ষার্থী ছাড়া স্কুল চলেনা। তবে অন-লাইন ক্লাসের পাশাপাশি তারা যখনই স্কুলে ফিরে আসবে পরিবেশ যেন তাদের স্কুল বিমুখ না করে সেজন্য আমরা কাজ করছি। তিনি আরো বলেন আমরা শিক্ষা ও বিনোদন দুটোই নিয়ে অপেক্ষা করছি শিশুদের জন্য।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সেলিম রেজা বলেন,স্কুলটির লেখাপড়ার মান খুবই ভালো। সুন্দর পরিবেশ,শিশু বিনোদন ও পরিস্কার-পরিচ্ছন্নতার দিক থেকেও সেরাদের অন্যতম। করোনা কালেও তার ব্যত্যয় ঘটেনি।