পাবনার ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক প্রামানিককে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার(১৮ জুলাই)বিকাল ৫ টায় স্বাস্থ্য বিধি মেনে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হাবীব, থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে।
পরে এলাকার কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জানা গেছে, বার্ধক্যজ্বনিত কারণে রোববার(১৮ জুলাই)সকাল ১১ টায় নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।