পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা পুন:নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। এখানে সড়ক ও জনপথ বিভাগের শরৎনগর রেল স্টেশন থেকে কৈডাঙ্গা অভিমুখে তিন কিলোমিটার রাস্তা পুন;নির্মাণ চলছে। কাজটি করছেন বিপুল নামে পাবনার একজন ঠিকাদার। এ রাস্তাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৬ লক্ষ ৬০ হাজার টাকা।
বুধবার কৈডাঙ্গা গ্রামের আবুল কাশেম ও বেতুয়ান গ্রামের জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, ঠিকাদারের লোকজন গাছেরপাতা ও ময়লা আর্বজনা পরিষ্কার না করে কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে প্রাইম কোড ও নামমাত্র বিটুমিন দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ফলে কাজ চলমান অবস্থায়ই পাথর-পিচ উঠে যাচ্ছে। এজন্য বুধবার তারা কাজটি বন্ধ করে দিয়েছেন।
ঠিকাদার বিপুল আহম্মেদ নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, সওজের সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে।
পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম শামসুজ্জোহা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তিনি আরো বলেন, সরেজমিনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মিললে ঠিকাদারকে পুনরায় কাজ করে দিতে বাধ্য করা হবে।