উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত তিন মাদকসেবীকে দুই মাস করে কারাদন্ড ও একশ টাকা করে জরিমানা করেছেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এ সাজা প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কোনাগাঁতী গ্রামের বিশা আকন্দ (২৬), সেনগাঁতীর বিপু (২৪) ও পূর্ব ভদ্রকোল গ্রামের নুরনবী (৩৪)। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, এসব মাদকসেবীকে পুলিশ উপজেলার গয়হাট্টা এলাকা থেকে মাদক সেবন করার সময় আটক করে।