পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ রবিবার (১১ জুলাই) রাজশাহী বিভাগের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ(ডিআইজি) এর করোনা সংক্রান্ত সতর্কতা বার্তা প্রচার করেছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান এর তত্তাবধানে ওই সতর্ক বার্তা প্রচারে এই পুলিশ স্টেশনের কর্মকর্তা ও সদস্যরা মাইকিং করে উপজেলার বিভিন্ন স্থানে প্রচার কাজ চালায়।
উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার বকুলতলা মোড়, শরৎনগর বাজার, স্টেশন মোড়,পার ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা বাজার ও অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা বাজারসহ অন্তত পাঁচটি পয়েন্টে ডিআইজি মহোদয়ের করোনা সংক্রান্ত বার্তা মাইকের মাধ্যমে প্রচার করা হয়।
ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন,মহামারী করোনায় জাতির ক্রান্তি কালে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মহোদয়ের এর নির্দশনা ও সার্কলের সি: সহকারী পুলিশ সুপার সজীব শাহরীনের তত্তাবধানে এই থানার অসুস্থ-অসহায় মানুষের সেবায় আমরা পুলিশ বাহিনীর সদস্য সর্বদা প্রস্তত আছি।