ভাঙ্গুড়া প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে পাবনার ভাঙ্গুড়ায় লকডাউন কালে উপজেলা প্রশাসন,সামারিক-বেসামরিক সদস্য ও জনপ্রতিনিধির সাথে মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন থানা পুলিশ প্রশাসনের সদস্যরা। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় ও চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীনের তত্বাবধানে জনতার সুরক্ষায় দিন-রাত মাঠে থেকে সরকারের জারিকৃত কঠোর বিধিনিষেধের আওতায় সকল কার্যক্রম তদারকি করছেন তারা।
করোনা পরিস্থিতির ক্রান্তিকালে বন্ধুসুলভ আচরণ দিয়ে মানুষকে পরামর্শ দিচ্ছেন এই থানার পুলিশ সদস্যরা। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনা সৃষ্টিসহ বিনামুল্যে মাস্ক বিতরণ,মাইকিং ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন তারা। আর এসব কাজের নেতৃত্ব দিচ্ছেন সৎ ,দক্ষ,সদালাপি ও সুশিক্ষিত পুলিশ অফিসার হিসাবে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান।
লকডাউনের মধ্যেও পৌরসভার তিনটি ও ইউনিয়নে ৬টি মোট নয়টি বিট পুলিশিং এর মাধ্যমে তিনি উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি দক্ষতার সাথে মাদক,জুয়া ও নানা অপতৎপরতা বিরোধী অভিযান পরিচালনা করে অপরাধীদের আটক করার ক্ষেত্রেও সফল হয়েছেন। তার সাথে রয়েছেন ইয়াং ও এনার্জেটিক কিছু বিট পুলিশিং অফিসার। আইন-শৃংখলার বিষয় ছাড়াও নানা প্রয়োজনেও তারা দাঁড়াচ্ছেন জনতার পাশে।
করোনায় থানায় ভীর এড়াতে ওসির নির্দেশনায় এলাকার সমস্যা বিটেই সমাধান করা হচ্ছে। এ কারণে থানায় দালালদের আনাগোনা নেই বললেই চলে।
ঝিনাইগাড়ি কলকতি গ্রামের গোলবার হোসেন মোল্লার ছেলে ¯^র্গ মিয়া বলেন,থানায় একটি অভিযোগ দিতে গিয়েছিলাম। একটি পয়সা লাগেনি বরং তিনদিনের মধ্যে আমার বিষয়টি বিট পুলিশিং অফিসার দ্রুত এবং ন্যায়সংগত ভাবে নিষ্পত্তি করে দিয়েছেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু.ফয়সার বিন আহসান বলেন,পাবনার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও এই সার্কেলের এএসপি মহোদয় অপরাধ দমনের পাশাপাশি পুলিশকে শুদ্ধাচার শিখিয়েছেন। আমরা সততার সাথে সেটির প্রয়োগ করার চেষ্টা করছি। এছাড়া করোনা কালে মানুষ যাতে থানায় না আসেন সেজন্য বিট অফিসাররা প্রতিনিয়ত নিজ নিজ এলাকায় যাচ্ছেন। সেখানকার গন্যমান্য ব্যক্তির সমš^য়ে আপোষযোগ্য অনেক অভিযোগ মীমাংশা করা হচ্ছে। ফলে থানায় মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে। তবে শিষ্টের লালনে আমরা বন্ধু হয়ে জনতার পাশে দাঁড়াবো, ঠিক তেমনি অপরাধ দমনে হবো কঠোর।