উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বিশিষ্ট আইনজীবী রাজনৈতিক নেতা রোটারিয়ান এ্যাড.রেজাউল ইসলাম তালুকদার (৬৮) করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান( ইন্নি লিলাহি——-রাজেউন)। তিনি সিরাজগঞ্জের উলাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের মরহুম সিকেন্দার আলী তালুকদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী. ২ছেলেসহ বহুস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । এ্যাড.রেজাউল ইসলাম তালুকদার সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি,সাবেক পিপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহসভাপতি । শুক্রবার সকাল সাড়ে ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে সিরাজগঞ্জ মালসাপাড়া করবস্থানে তাকে দাফন করা হয়েছে।