পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বিজ্ঞান স্কুলের ছাত্রী অপহরণের ছয়দিন পরও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। তবে শুক্রবার (২৫ জুন) রাতে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম নূর নবী(৩২)। সে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান নদীপাড়া গ্রামের সামাদ খাঁর ছেলে।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গুড়া থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ জুন বিকালে পৌরসভার শরৎনগর বাজার মহল্লায় নিজ বাড়ির সামনে থেকে রোদেলা আকন্দ(১৬) নামের একটি মেয়ে অপহৃত হয়। মেয়েটির বাবা আলহাজ আব্দুল লতিফ আকন্দ খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে শুক্রবার পাঁচ ব্যক্তিকে আসামী করে থানায় এজাহার করেন।
রোদেলার বাবা আব্দুল লতিফ আকন্দ বলেন,অপহরণ ঘটনার পরই তিনি থানায় মামলা করতে যান কিন্তু পুলিশ শুধু নিখোঁজ হবার একটি জিডি গ্রহন করেন । এরপর ছয়দিন অতিবাহিত হলেও তার মেয়ের কোনো সন্ধ্যান মেলেনি। । ফলে পরিবারের সদস্যরা চরম হতাশা ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
তিনি অভিযোগ করেন উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর বখাটে ছেলে সাকোয়াত হোসেন (২৩)একটি সাদা হায়েস গাড়িতে জোরপূর্বক তুলে নিয়ে যায় তার মেয়েকে। তখন এক নারীসহ অন্তত পাঁচ ব্যক্তি অপহরণ কাজে সহযোগিতা করে।
রোদেলার মা বেগম আসমা লতিফ কন্যা নিখোঁজের শোকে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তার কাছে কিছু জানতে চাইলে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি রোদেলাকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পরক্ষনেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ভাঙ্গড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু: ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মেয়েটির বাবা প্রথমে মিসিং জিডি করেন কিন্তু কোথাও খুঁজে না পাওয়ায় শুক্রবার থানায় অপহরণ মামলা রুজু করা হয়েছে। পুলিশ মেয়েটি উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার রাতে নূর নবী নামের অভিযুক্ত এক ব্যক্তিকে আটকের কথা তিনি স্বীকার করেন।