ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির ছাত্রী রোদেলা (১৬) নামের একটি মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বুধবার (২৩ জুন) রাতে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানাযায়, উপজেলার ভবানীপুর গ্রামের সাকোয়াত হোসেন নামের এক বখাটে যুবক মেয়েটিকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে গত সোমবার বিকালে তাকে অপহরণ করে এবং জোরপুর্বক একটি হায়েস গাড়িতে তুলে নিয়ে উধাও হয়। তখন থেকে মেয়েটি নিখোঁজ রয়েছে। একটি গোপন সূত্র জানায়,বখাটেরা মেয়েটিকে নিয়ে ঢাকার সাভারে তার এক আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ঘটনার সাথে এক নারীসহ পাঁচ ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু: ফয়সাল বিন আহসান বলেন, মেয়ের বাবা ৫ জনকে আসামী করে বুধবার রাতে থানায় একটি এজাহার করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতারসহ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।।