ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় দরিদ্র কৃষকের জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলার আনসার-ভিডিপি সদস্যরা। রবিবার (৩০ মে) ভাঙ্গুড়া পৌরসভার উত্তর মেন্দা গ্রামের কৃষক মোঃ ওসমান গনির দেড় বিঘা জমির ধান পেকেছিল। কিন্তু একজন কৃষি শ্রমিকের দৈনিক ৮শ টাকা মুজুরি দিয়ে ওই ধান কাটা তার পক্ষে সম্ভব হয়নি।
তখন উপজেলা আনসার কমান্ডার সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার কমান্ডার আলতার হেসেন ও সহকারী কমান্ডার জাহাঙ্গীর হোসেন, খানমরিচ ইউনিয়ন কমান্ডার দিলদার হোসেন এবং অষ্টমনিষা ইউনিয়ন সহকারী কমান্ডার হাফিজুর রহমান ওই কৃষকের পাশে দাড়ান।
কৃষক ওসমান গনি বলেন, এক সপ্তাহ আগে আমার জমির ধান কাটার উপযোগী হয়। কিন্তু শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। রবিবার আনসার সদস্যরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
আনসার কমান্ডার সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানতে পারি অর্থ ও শ্রমিক সঙ্কটের কারণে কৃষক ওসমান গনি তার জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন। তাই অসহায় কৃষকের ধান কেটে দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
উপজেলা কৃষি অফিসার এনামুল হক শ্রমিক সংকটের কথা ¯^ীকার করে বলেন, এ বছর ভাঙ্গুড়া উপজেলায় ৬ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়। এখন পিক আওয়ার চলছে। কয়েক দিনের মধ্যে কৃষি শ্রমিকের সংকট কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন।।