৫ দিন পর জামিনে মুক্ত হলেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। রবিবার বিকাল সোয়া ৪টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। এসময় জেল গেটে তার সহকর্মীরা উপস্থিত ছিলেন। আদালত থেকে জামিনের আদেশ বিকালে কারাগারে পৌঁছার পর মুক্তি পান সাংবাদিক রোজিনা।
আজ রবিবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত রোজিনার জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়।
রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ডা. শিব্বির আহমেদ উসমানী। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।