সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। এ সময় রোজিনার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবরের বিস্তারিত।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।
ঈশ্বরদী (পাবনা) : প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন। বক্তব্য রাখেন, ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস।
গোপালগঞ্জ প্রতিনিধি: প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধন চলাকালে সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম, রবীন্দ্র নাথ অধিকারী, এস.এম হুমায়ূন কবির, মনোজ সাহা, মাহবুব হোসেন সারমাত, মিজানুর রহমান মানিক, চৌধূরী হাসান মাহামুদ, আজিজুর রহমান রনি, শেখ মোস্তফা জামান, মেহেদী হাসান, লিয়াকত হোসেন লিংকন, ফকির মিরাজুল ইসলাম, কবির মাহামুদ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সিরাজুল ইসলাম হিরু, অলিউর রহমান নয়ন, সিদ্দিকুর রহমান, শাহিনুর রহমান শাহিন, মহাসিন আলী মনজু, রবিউল ইসলাম বেলাল, মাহাবুব হোসেন সরকার লিটু, হারুন অর-রশিদ, আব্দুল জলিল পারভেজ, এস এম আসাদুজ্জামান খলিল ও অনিল চন্দ্র রায় প্রমুখ।
সিরাজগঞ্জ : মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ গৌর এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সরকার, মো: ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন ও দপ্তর সম্পাদক মো: আমিনুল ইসলাম।
কালীগঞ্জ (ঝনিাইদহ) : ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিটু মালিতা, শিপলু জামান, শাহাজান আলী সাজু, জাকারিয়া হোসেন, জামির হোসেন, ও আজাদ রহমান প্রমুখ।
নড়াইল : রোজিনার নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারিদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক মো: শামীমুল ইসলাম টুলু, অ্যাডঃ মো: আলমগীর সিদ্দিকী, কাজী হাফিজুর রহমান, মারুফ সামদানি, কার্তিক দাস, মলয় কান্তি নন্দী, সাইফুল ইসলাম তুহিন, শিমুল হাসান, তপন কুমার বিশ্বাস প্রমুখ।
নওগাঁ : টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এমআর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জয়নাল আবেদিন মুকুল, অর্থ সম্পাদক তন্ময় ভৌমিক, ফারমান আলী, আব্দুল মান্নান, সুবির দাস, অন্তর আহম্মেদ, সোহেল রানা, তমাল ভৌমিকসহ অন্যরা।