শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলওয়ে স্টেশন এলাকায় একটি অটোভ্যান চুরি করে নিয়ে যাবার সময় ৩ যুবক স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এসময় এদেরকে গণধোলাই দেওয়া হয়। এরা হলেন, উল্লাপাড়ার চড়িয়া উত্তরপাড়া গ্রামের স্বপন কুমার (২২), সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর এলাকার সুজন মিয়া (২১) এবং একই উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের সুজন আলী (২৩)। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথিত যুবকদেরকে আটক করে। এসময় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত এই ৩ জনকে ২ মাস করে কারাদন্ড দিয়েছেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান আদালতের বিচারক হিসেবে এই রায় প্রদান করেন।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক উপজেলার সলপ গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাজিদুল অটোভ্যানে কাজ শেষে বাড়ির পাশের রাস্তায় ভ্যানটি রেখে পানি খাওয়ার জন্য বাড়িতে গেলে উলিখিত ৩ যুবক ভ্যানটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। সলপ রেল স্টেশন এলাকায় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।